চাঁদাবাজির সময় একই স্থান থেকে অষ্টমবারের মতো গ্রেপ্তার হলেন তিনি!

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মাসুদ পারভেজ ভূইয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটি বলছে, এই যুবক চিহ্নিত চাঁদাবাজ। একই স্থান থেকে এর আগেও সাতবার গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার দুপুরে র‌্যাব-১১–এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রূপগঞ্জের তারাবো দক্ষিণ পাড়া সোনালী রোডে অভিযান চালানো হয়। ওই এলাকার ভেজিটেবলস অয়েল মিলের কার্টন কারখানার ফটকের সামনে ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে মাসুদ পারভেজকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও ট্রাকচালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তারাবো দক্ষিণ পাড়া এলাকায় রাস্তায় চলাচলরত ট্রাক থেকে চাঁদা তুলে আসছে। চালক ও সহকারীদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে ট্রাকপ্রতি দৈনিক ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হয়।

র‌্যাব-১১–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাসুদ পারভেজ ভূইয়ার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে রূপগঞ্জ থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।