করোনায় স্বামীর মৃত্যুর পাঁচ দিন পর মারা গেলেন স্ত্রীও

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ধান, চাল মিল মালিক সমিতির সভাপতি এবং পৌরসভার নয়াগোলা এলাকার এম এম হক আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক করোনায় মারা যাওয়ার পাঁচ দিন পর তাঁর স্ত্রী শামীম আরা হকও মারা গেছেন। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

শামীম আরা হক আজ মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার গ্রিন লাইফ নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পারিবারিক ও সিভিল সার্জন কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। তাঁকে এক সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

তাঁকে এক সপ্তাহ ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী প্রথম আলোকে জানান, গত ছয় দিনে করোনা পজিটিভ হয়ে জেলার দুজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেলেন।