চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ফরিদপুর, ২৪ সেপ্টেম্বর
সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ফরিদপুর জেলা শাখা।

মানববন্ধনে দাবির পক্ষে সমর্থন দিয়ে বক্তৃতা করেন পরিষদের ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসান, সমন্বয়ক মো. সাব্বির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯১ সালে গড় আয়ু ছিল ৪৫ থেকে ৫০ বছর। বর্তমানে গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর হয়েছে। সে হিসাবে চাকরিতে প্রবেশের বয়সসীমা হওয়া উচিত ৪৩.২০ বছর। চার বছরের অনার্স কোর্স শেষ হতে পাঁচ বছর এবং দুই বছরের ডিগ্রি কোর্স শেষ করতে ন্যূনতম তিন বছর সময় লেগে যায়। এ অবস্থায় সরকারি চাকরিতে প্রবেশের সময় বাড়ানোর কোনো বিকল্প নেই।

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশীরা জানান, বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের সীমা ৩৫ থেকে ৫৯ বছর। সার্কভুক্ত ভুটান, নেপাল ও মালদ্বীপে সরকারি চাকরিতে প্রবেশের সময় ৩৫ বছর। শ্রীলঙ্কায় ৪৫ বছর, ভারতে ৩২ থেকে ৪০ বছর। এ অবস্থায় বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারি চাকরির বয়সসীমা ন্যূনতম ৩৫ করা জরুরি।