চাচাতো ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

লাশ
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর পিরপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে গাংগোর পিরপুকুরিয়া গ্রামের আজিজুল হকের ছেলে বদিরুল ইসলাম (৩০) ও আবদুল খালেকের ছেলে সুমন রহমানকে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির ১০ শতাংশ জমি নিয়ে গাংগোর পিরপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের সঙ্গে চাচাতো ভাই আজিজুল হক ও আজাদুল ইসলামের বিরোধ চলছে। ওই জমি নিয়ে গত রোববার দুপুরে নুরুল ইসলাম, তাঁর ছেলে সারোয়ারের সঙ্গে আজিজুল ও আজাদুলের কথা–কাটাকাটি হয়। সোমবার দুপুরে নুরুল গ্রামের মোড়ে দোকানে চা খেতে গেলে পূর্বশত্রুতার জেরে আজিজুল হক, বদিরুল ইসলাম, আজাদুল, আবেদ ও সুমন রহমান হামলা চালান। তাঁরা নুরুল ইসলামকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় স্বজনেরা ছুটে গিয়ে নুরুলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নওগাঁ সদর হাসপাতালে নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। খুনের সঙ্গে জড়িত অন্য অপরাধীদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে।