চাচির লাশ দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতেঙ্গা গ্রামের একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম রুবায়েত আফরোজ সেজুতি (১৫)। সে সাতেঙ্গা গ্রামের রুহুল আমিন মাস্টারের একমাত্র মেয়ে। সেজুতি ভালুকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে রুহুল আমিন মাস্টারের চাচাতো ভাই বাদল মিয়ার স্ত্রী নাছিমা বেগমের (৪৫) মৃত্যু হয়। আজ সকালে সেজুতি তার মায়ের সঙ্গে চাচির লাশ দেখতে ভালুকা থেকে গ্রামের বাড়ি সাতেঙ্গায় যায়। সেখান থেকে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচ লেগে ঘটনাস্থলেই সেজুতির মৃত্যু হয়। রাত ১০টায় সাতেঙ্গা ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই (উপপরিদর্শক) জীবন চন্দ্র বর্মণ। তিনি বলেন, এটি একটি অসাবধানতাবশত দুর্ঘটনা। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।