চাটমোহরে ভোট দেখতে গিয়ে একজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ দেখতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে পৌর এলাকার এনায়েতুল্লাহ মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, হৃদ্‌রোগের কারণে তিনি মারা গেছেন।

মারা যাওয়া ওই ব্যক্তি হলেন সুজন খান (৪০)। তাঁর বাড়ি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে। তিনি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ছিলেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান খান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। হৃদ্‌রোগের কারণে তিনি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে কেন্দ্রের পাশে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন খান। তাঁর পরনের পোশাকের সঙ্গে নৌকা মার্কার ব্যাচ লাগানো ছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, তিনি ভোট দেখতে এসেছিলেন। দাঁড়িয়ে ভোট দেখছিলেন। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথম ধাপে আজ পাবনার চাটমোহর পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থীসহ চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।