চান্দিনায় আ.লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

লোগো

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনী গণসংযোগের সময় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছায়কোট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন কর্মী-সমর্থকদের নিয়ে ৭ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারণা শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে ছায়কোট এলাকায় গণসংযোগকালে নৌকা প্রতীকের কিছু সমর্থক স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা নিয়ে উসকানিমূলক কথা বলেন। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর দ্বিতীয় দফায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

আমি গণসংযোগ করতে ছায়কোট এলাকায় পৌঁছালে ছালাম কাউন্সিলরের নেতৃত্বে নৌকার লোকজন আমার নেতা-কর্মীর ওপর হামলা চালান। এ সময় আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে আমার ৬ জন নেতা-কর্মী আহত হন।
শামীম হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী

এ সময় আহত হন নৌকার কর্মী ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ছায়কোট এলাকার আবুল কালাম (৪০), একই এলাকার নুরুল ইসলাম (৩৮), আল আমিন (৩০), মো. মাহাবুব (৩০), আলী হোসেন (৪৫), আবুল হাসেম (৩২), শহীদুল ইসলাম (২৫) এবং জগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হারং এলাকার শরীফুল ইসলাম (২০), রাশেদুল ইসলাম (২৮), মো. সোহান (১৬) ও শামীম সরকার (৪০)। আহত ১১ জনের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন বলেন, ‘আমি গণসংযোগ করতে ছায়কোট এলাকায় পৌঁছালে ছালাম কাউন্সিলরের নেতৃত্বে নৌকার লোকজন আমার নেতা-কর্মীর ওপর হামলা চালান। এ সময় আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এতে আমার ৬ জন নেতা-কর্মী আহত হন।’

স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন গাড়িবহর নিয়ে গণসংযোগের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। আর যেখানেই নৌকার সমর্থক লোকজন পাচ্ছেন, তাঁদেরকে মারধর করছেন।
মো. শওকত হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ মেয়র প্রার্থী

তবে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস ছালাম বলেন, ‘স্বতন্ত্র মেয়র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন দলবল নিয়ে প্রচারণার নেমে মাঠে আতঙ্ক সৃষ্টি করে আসছেন। আজ আমার ওয়ার্ডে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বহিরাগত লোকজন গাড়িবহর নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেন।’

এদিকে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া বলেন, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রতিদিন গাড়িবহর নিয়ে গণসংযোগের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। আর যেখানেই নৌকার সমর্থক লোকজন পাচ্ছেন, তাঁদেরকে মারধর করছেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুই মেয়র প্রার্থীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।