চান্দিনায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা চান্দিনা পৌরসভার বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বাধা দেওয়াকে কেন্দ্র করে হারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দুই কাউন্সিলর প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন।

আহত ব্যক্তিদের মধ্যে মহসিন মিয়া (৪০) নামের একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটকেন্দ্রের বাইরে এই ঝামেলা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেন ও উট পাখি প্রতীকের নাজমুল হাসান। আজ সকালে ভোট শুরুর পর কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিল তাঁদের এক সমর্থক মহসিন মিয়াকে নিয়ে হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় নাজমুল হাসানের অনুসারীরা তাঁদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মহসিন মিয়া। প্রথমে তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুউদ্দীন ইলিয়াস বলেন, সংঘর্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।