চার বছরের শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাহমুদা আক্তার নামে চার বছরের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ তার মা নাজমা বেগমকে (৩০) আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দাওসা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নাজমা বেগম মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের রমজান আলীর স্ত্রী। তিনি দাওসা গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন।

স্থানীয় লোকজন জানিয়েছেন, পাঁচ বছর আগে দাওগাঁও গ্রামের রমজান আলীর সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। রমজান জুয়া ও মাদকে আসক্ত হওয়ায় বিয়ের কয়েক মাস পরেই নাজমা বাবার বাড়িতে ফিরে আসেন। নাজমা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলছিল মাহমুদা। ওই সময় হঠাৎ করেই নাজমা বেগম কাঁচি দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন নাজমাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাজমা বেগমকে থানায় রাখা হয়েছে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন কি না যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।