চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিরাজগঞ্জ জেলা
সিরাজগঞ্জ জেলার ম্যাপ, sirajganj district

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ত্রাণ ও ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল বিতরণে অনিয়মের অভিযোগে ঘোড়জান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার এ-সংক্রান্ত একটি আদেশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে পৌঁছায়।

এ বিষয়ে ইউএনও আফসানা ইয়াসমিন বলেন, স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী করোনাকালের সংকট মোকাবিলায় সরকারি চাল বিতরণ না করে নিজ দপ্তরে মজুত করে রাখেন। এ ছাড়া তিনি হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ত্রাণ বিতরণে অনিয়ম করেন।

নিয়মবহির্ভূতভাবে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে ভিজিডির চাল বিতরণসহ দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ অধিশাখা থেকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ও চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী বলেন, এ–সংক্রান্ত কোনো চিঠি এখনো তিনি পাননি।