চালককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে অজ্ঞান করে সিএনজিচালিত একটি অটোরিকশাটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই অটোরিকশাচালকের নাম বাবুল মিয়া (৩২)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোপালপুর গ্রামের কাছে আমিরাবাদ-পিতাম্বর্দী সড়কে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক বাবুল মিয়াকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, রাত দুইটার দিকে দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে ৩০০ টাকা ভাড়ায় একজন যাত্রী নিয়ে তিনি দাউদকান্দি উপজেলার পিতাম্বর্দী বাজারে যাচ্ছিলেন। রাত তিনটার দিকে সড়কের গোপালপুর গ্রামের কাছে পৌঁছালে চার ছিনতাইকারী সড়কের ওপর একটি শিশুগাছ কেটে ফেলে অটোরিকশাটির গতি রোধ করে।

এ সময় তাঁরা বাবুল মিয়াকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা থেকে নামিয়ে সড়কের পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পেটালে বাবুল মিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গামছা দিয়ে বাবুল মিয়ার মুখ বেঁধে তাঁর সঙ্গে থাকা নগদ তিন হাজার টাকা, মুঠোফোন ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। সকালে খবর পেয়ে স্বজনেরা বাবুল মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাবুল মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী সালমা আক্তার বলেন, ‘ছিনতাইকারীরা (বাবুল মিয়াকে) পেটানোর সময় নিজেদের মধ্যে একাধিকবার আলোচনা করেছিল হাত-পা বেঁধে পুকুরে ফেলে মেরে ফেলার জন্য। আল্লাহ রক্ষা করেছেন। তবে অটোরিকশার যাত্রীকে ছিনতাইকারীরা কিছুই বলেনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘আহত বাবুল মিয়া শরীরে যথেষ্ট ব্যথা অনুভব করছেন। ভর্তি করার পর আমরা প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দিয়েছি।’

জানতে চাইলে আমিরাবাদ-পিতাম্বর্দী সড়কের টহলের দায়িত্বে থাকা দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম গোলাম আজম ভূঁইয়া বলেন, তিনি ছুটিতে ঢাকায় আছেন। তাই ঘটনা জানেন না। পরে থানায় খোঁজ নিয়ে তিনি জানান, এ ঘটনায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।