চিকিৎসকের কাছে যাওয়ার পথে লাশ হয়ে মর্গে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চিকিৎসকের কাছে যাওয়ার পথে ফেনী শহর হয়েই চট্টগ্রাম যেতে হবে। তাই সকালে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় ফেনীর দিকে যাচ্ছিলেন ইসমাইল হোসেন (২৮)। পথে রানীরহাট এলাকায় ফেনী-ছাগলনাইয়া সড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ইসমাইল ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাত ভাইবোনের মধ্যে ইসমাইল সবার ছোট। তিনি মোটবী ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষার্থী।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইসমাইলের একজন নিকটাত্মীয় মো. আজাদ বলেন, ইসমাইল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। ডাক্তার দেখাতে রোববার সকালে চট্টগ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হন। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে ইসমাইলের মা–বাবা পাগলপ্রায়।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঞা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ফলে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল মারা যান।