চিকিৎসার ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ, কথিত কবিরাজ গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় এক গৃহবধূকে চিকিৎসার ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে কথিত কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিংড়া শহরের সরকার পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নুরুজ্জামান (৩৬)। তিনি উপজেলার সরকার পাড়ার বাসিন্দা।

সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গ্রাম্য কবিরাজ নুরুজ্জামানের কাছে চিকিৎসা নিতে যান ওই গৃহবধূ। কবিরাজি চিকিৎসার সুযোগ নিয়ে ৫ জানুয়ারি গৃহবধূকে ওষুধ দিয়ে অচেতন করে ধর্ষণ করেন নুরুজ্জামান। বিষয়টি জানাজানি হলে নুরুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানার মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছেন স্থানীয় কয়েকজন যুবক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, ওই গৃহবধূর পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। বৃহস্পতিবার কথিত কবিরাজ নুরুজ্জামানকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে তাঁকে জেলা কারাগারে পাঠান।