চিঠিতে হত্যার হুমকি পেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের জিডি

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চিঠির মাধ্যমে হত্যার হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে নগরের মতিহার থানায় তিনি নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এই জিডি করেন।

অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার অফিস চলার সময় অফিসকক্ষে একজন সহায়ক কর্মচারী একটি উড়ো চিঠি পান। চিঠিতে অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের নাম থাকায় ওই কর্মচারী চিঠিটি তাঁকে দেন। চিঠিটি খুলে দেখেন, তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উড়ো চিঠিটি কে বা কারা দিয়েছে, তা তিনি ধারণা করতে পারছেন না। চিঠি পাওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, উড়ো চিঠিতে হত্যার হুমকি বিষয়ে জিডি করা হয়। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।