চিন্তার জগৎ বাড়াতে হলে বই পড়তে হবে: জাফর ইকবাল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পক্ষ থেকে মুহম্মদ জাফর ইকবালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার দুপুরে কলা ভবনে
ছবি: প্রথম আলো

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বই চিন্তা করতে শেখায়। তাই চিন্তার জগৎ বাড়াতে হলে বই পড়তে হবে।

আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক অনুষদের আয়োজনে বাংলা বিভাগের উদ্যোগে সমকালীন সাহিত্য নিয়ে এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।

বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে ওই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন।

মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি সারা জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমাদের পরিবারে ছোটবেলা থেকে বই পড়ার চর্চা ছিল। দেশে করোনাকালে হঠাৎ করে খেয়াল করলাম, বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হলো। এরপর আর বাচ্চাদের কাছ থেকে সেটি সরানো গেল না। ওদের মধ্যে আসক্তি দেখা দিল। এটা মাদকের চেয়েও ভয়াবহ। প্রযুক্তিকে আমরা সময়ের প্রয়োজনে ব্যবহার করব। প্রযুক্তি যেন আমাকে ব্যবহার না করে। এতে করে পড়ার জগত্টা কমে যাবে।’

সৈয়দ শামসুল হক তাঁর প্রিয় লেখক জানিয়ে এই কথাসাহিত্যিক বলেন, ‘ছোটবেলায় সৈয়দ শামসুল হকের “রক্তগোলাপ” বইটা আমাকে মুগ্ধ করে। বড় হয়ে তাঁর “মার্জিনে মন্তব্য” বইটা পড়ে লেখালেখির আরও কৌশল সম্পর্কে জানতে পারি। তরুণদের বলি, কী লেখা হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। কীভাবে লিখেছ, সেটাই গুরুত্বপূর্ণ।’

আমাদের দেশে সবকিছু পশ্চিমা চোখে দেখা হয় বলে মন্তব্য করেন মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘এটা ঠিক নয়। আমাদের দেশের চারপাশ নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে ভাবতে হবে। গবেষণা করতে হবে। সমকালীন সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতে হবে।’

উপাচার্য এ এফ এম আবদুল মঈন বলেন, মুহম্মদ জাফর ইকবালের উপস্থিতি ও টানা সোয়া ঘণ্টার বক্তব্য এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তার জগৎকে বিকশিত করবে।

পরে মুহম্মদ জাফর ইকবালকে বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।