চুরির ৪৮ ঘণ্টা পর মায়ের কোলে ফিরল শিশু, দুজন গ্রেপ্তার

রিভা মনি
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রাম থেকে চুরি হওয়া ৫ মাসের শিশু রিভা মনিকে ৪৮ ঘণ্টা পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন টাঙ্গাইলের সখীপুরের হাতিয়া রাজাবাড়ী গ্রামের সোনালি আক্তার ও তাঁর স্বামী হৃদয় মাহমুদ।

শিশুটিকে উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে শিশুটিকে মির্জাপুরের মীর দেওহাঁটা গ্রাম থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে সোনালি ও হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রিভা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাসান মিয়া ও লাইজু বেগমের মেয়ে। তাঁরা ধনুয়া গ্রামের মো. আজিতের বাড়িতে ভাড়া থাকেন। হাসান স্থানীয় আরএকে সিরামিকস কারখানায় চাকরি করেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিভাকে নিয়ে পালিয়ে যান পাশের কক্ষের ভাড়াটিয়া সোনালি। এ ঘটনায় রাতেই শ্রীপুর থানায় অভিযোগ করেন লাইজু।