চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামীপন্থীদের জয়

সভাপতি সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক তালিম হোসেন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত পরিষদের প্রার্থীরা। বাকি ছয়টি পদে জয়লাভ করেছেন বিএনপি-সমর্থিত পরিষদের প্রার্থীরা।

নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক আবদুর রশীদ চৌধুরী শুক্রবার রাতে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯৩ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৯টি ভোট বাতিল হয়।

নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে সেলিম উদ্দিন খান, সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাধারণ সম্পাদক তালিম হোসেন, যুগ্ম সম্পাদক সুজা উদ্দিন এবং কার্যকরী সদস্যপদে মালিক আমানুর রহমান, আবু তালেব, নাজমুল আহসান, মফিজুর রহমান ও শরিফুল ইসলাম জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক পদে আসাদুজ্জামান মিল্টন এবং কার্যকরী সদস্যপদে আবদুল্লাহ আল মামুন, শাহিন আকতার, জহুরুল ইসলাম ও হাসিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে সমর্থকেরা নির্বাচিত প্রতিনিধিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। নির্বাচিত এই পরিষদ ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব করবে।