চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে শরীফ হোসেন আলমডাঙ্গা রেলস্টেশন–সংলগ্ন আন্ডারপাসের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানা–পুলিশ, আলমডাঙ্গা থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পোড়াদহ রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।