চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে এক কেজি সোনা উদ্ধার

সোনার বার
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ওজনের নয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে উপজেলার কুড়-লগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের খড়ের মাঠ বাঁশবাগান এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে নয়টি সোনার বার উদ্ধার করেন। এর ওজন ১ কেজি ৫০ গ্রাম (৯০ ভরি)। যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ২০ হাজার টাকা। তবে এ সময় কেউ আটক হয়নি। এ ঘটনায় আজ বুধবার মামলার প্রক্রিয়া চলছে।