চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌরসভার ঘোড়ামারা এলাকায় চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আলমসাধুর চালকসহ আহত হয়েছেন তিনজন।

নিহত ছাত্ররা হলো আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বর হোসেনের ছেলে মারুফ হোসেন (১৭) ও শরীফ হোসেনের ছেলে সজীব হোসেন (১৭)। তারা দুজনই সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুকিয়া চাঁদপুরের বাসিন্দা ও অপর মোটরসাইকেলের আরোহী শাহীন হোসেন (২২), আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের বাসিন্দা ও আলমসাধুর চালক আজিম উদ্দিন (৫২) ও আঠারোখাদা গ্রামের যাত্রী তপন কুমার (২৫)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার কারণে দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী দোস্ত মোহাম্মদ জানান, একটি মোটরসাইকেলে দুই স্কুলছাত্র চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলে একজন চুয়াডাঙ্গায় আসছিলেন। ঘোড়ামারা সেতু এলাকায় পটলাপীরের মাজারের কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহীরা সড়কে ছিটকে পড়ে।

এ সময় সড়কের এক দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর চালক মোটরসাইকেল থেকে আরোহীদের পড়ে যেতে দেখে জোরে ব্রেক কষেন। এতে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আলমসাধুর চালক ও এক যাত্রী আহত হন।

পরে উপস্থিত লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে সজীব হোসেন এবং হাসপাতালে পৌঁছানোর পর মারুফ হোসেন মারা যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দুজন মারা যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।