চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন চান চারজন

নাঈম হাসান, বশিরুল আলম মিয়াজী, মোহাম্মদ আলী, পারুল আক্তার (বাঁ থেকে)
সংগৃহীত

আগামী ২০ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে চারজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

দলীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে চারজন দলীয় ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পারুল আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. বশিরুল আলম মিয়াজী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত পাঁচ বছরে নানা আলোচনা-সমালোচনায় ছিলেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী।

বশিরুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আড়াই হাজার ভোটের ব্যবধানে হেরেছিলেন। এবারও তিনি এই নির্বাচনে প্রার্থী হতে মাঠে তৎপর রয়েছেন।

নাঈম হাসান ২০১৪ সালের ৫ জানুয়ারি কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

পারুল আক্তার তৃণমূলের নেত্রী। ২০০৯থেকে ২০১৪ সাল পর্যন্ত দাউদকান্দি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সাইফুল আলম ভূঁইয়া
সংগৃহীত

তবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন কে পাবেন—এ নিয়ে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে। তবে চার প্রার্থীই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

পারুল আক্তার বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করি মনোনয়ন পাব।’

মোহাম্মদ আলী বলেন, ‘গত পাঁচ বছরের ধারাবাহিক উন্নয়নের কারণে এবারও দল আমাকে মনোনয়ন দেবে। দলের সর্বস্তরের নেতা-কর্মী আমাকে চায়।’

বশিরুল আলম মিয়াজী বলেন, ‘সবকিছু ত্যাগ করে দল ও দাউদকান্দির মানুষের জন্য কাজ করে যাচ্ছি।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড একক প্রার্থী নির্ধারণ করবে। দু-এক দিনের মধ্যে তা জানা যাবে।

এদিকে বিএনপি চেয়ারম্যান পদে একক প্রার্থী ঠিক করেছে। বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম ভূঁইয়া।