চেয়ারম্যানের ওপর হামলার ১২ দিনের মাথায় প্যানেল চেয়ারম্যানকে গুলি

আবদুল গণি মণ্ডল
ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল গণি মণ্ডল (৬৫)। বুধবার রাত পৌনে ১০টার দিকে পাশের গ্রামের একজনের জানাজা শেষে স্থানীয় ওমর আলী মোল্লা পাড়ার নিজ বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন তিনি। হামলাকারীরা তাঁর বাড়ির সামনে ওত পেতে ছিল।

এর আগে গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভা শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান মণ্ডলকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবর্তমানে আবদুল গণি মণ্ডল দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই হামলার ১২ দিনের মাথায় গুলিবিদ্ধ হলেন গণি মণ্ডল।

গণি মণ্ডলের বড় ছেলে আলম মণ্ডল জানান, বুধবার রাতে পাশের ফকির পাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি হাকিম মণ্ডলের জানাজা শেষে এলাকায় ফেরেন গণি মণ্ডল। এরপর বাড়ির কাছেই দৌলতদিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সোবহানের চায়ের দোকানে বসে চা পান করেন। রাত পৌনে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে এক নিকটাত্মীয় ছিল। ঢাকা-খুলনা মহাসড়ক পার হয়ে বাড়ির সামনের কাঁচা রাস্তায় পৌঁছামাত্র সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের দুই আরোহী তাঁকে দাঁড়াতে বলে। তিনি দাঁড়ানোমাত্র খুব কাছ থেকে গণি মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহীরা। একটি গুলি তাঁর পেটের ভেতরে ঢুকে যায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর স্থানান্তর করতে বলেন।

রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ বলেন, রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যানকে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় আনা হয়। তাঁর পেটের বাঁ পাশের নাভি বরাবর একটি গুলি লেগেছে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত আসেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর। এ সময় তিনি জানান, ঘটনা সম্পর্কে এখনো কিছুই জানতে পারেননি তাঁরা। অপরাধীদের ধরতে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, আবদুল গণি মণ্ডল দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।