চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

প্রতীকী ছবি

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা এলাকার প্রয়াত আলী আহম্মদের ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তাঁর বন্ধু পাশের কিং শ্রীপুর এলাকার আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন (২৮)। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফুদ্দীন জানান, আজ শনিবার সকালে বসন্তপুর সেতুর নিচে দুজনের লাশ ও মহাসড়কের পাশে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ি জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। রাতে কোনো যানবাহন মোটরসাইকেলে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। এতে তাঁরা নিহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে দুই বন্ধু এয়াছিন ও ইমরান ভ্রমণের উদ্দেশে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর সেতু এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি দল সেতুর নিচ থেকে তাঁদের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আহসান হাবিব বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। রাতে কোনো যানবাহন মোটরসাইকেলে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। এতে তাঁরা নিহত হন।