চৌহালীতে নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু

নির্বাচনী সহিংসতায় আহত জাকির হোসেনের মৃত্যুর খবরে তাঁর বাড়িতে স্থানীয় মানুষের ভিড় জমে
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় আহত একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম জাকির হোসেন (৫০)। তিনি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের আবদুল বারেকের ছেলে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল হাকিমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন ছয়জন। গতকাল ভোট গ্রহণ চলাকালে তাঁদের মধ্যে টিউবওয়েল প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম ও ফুটবল প্রতীকের প্রার্থী আবদুল হাকিমের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আলমের বড় ভাই জাকির হোসেনসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত জাকির হোসেনকে রাতেই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বিকেলে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। এ ঘটনায় ইউপি সদস্য প্রার্থী আবদুল হাকিমকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী, শাহজাদপুর ও কামারখন্দ উপজেলার ২১টি ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।