চৌহালীতে প্রশাসনের অভিযানে বন্ধ হলো বাল্যবিবাহ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের নেতৃত্বে গতকাল শুক্রবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের একটি গ্রামে বাল্যবিবাহ আয়োজনের খবর পায় উপজেলা প্রশাসন। এরপর ইউএনও লোকজন নিয়ে কনের (১৭) বাড়িতে উপস্থিত হন।

সেখানে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখরিয়া গ্রামের ব্যবসায়ীর (২২) সঙ্গে ওই ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এরপর কনের বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তিনি তাঁর ভুল বুঝতে পারেন। মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকাও দেন তিনি।

ইউএনও আনিসুর রহমান প্রথম আলোকে জানান, মূলত কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বিয়েটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যরা।