ছাতকে সাংবাদিককে প্রাণনাশের হুমিক, থানায় জিডি

সুনামগঞ্জ জেলার ম্যাপ

মাদকদ্রব্য নিয়ে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল বুধবার রাতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে ছাতক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহ মোহাম্মদ আখতারুজ্জামান দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৩ জুলাই ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকা থেকে ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ একজনকে আটক করেন। পরে এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয়। বিষয়টি নিয়ে পরদিন দৈনিক সমকালে সংবাদ প্রকাশিত হয়। গতকাল সন্ধ্যায় এক ব্যক্তি তাঁর (আখতারুজ্জামানের) মুঠোফোনে কল দিয়ে মাদক নিয়ে সংবাদ লেখায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন ওই ব্যক্তি। এরপর তিনি রাতেই ওই মুঠোফোন নম্বরসহ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।