ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইমরান হোসেন (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা আনসার ভিডিপির নির্মিতব্য ভবনের ছাদে পানির ট্যাংকের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর বাড়ি বরিশাল।

সাটুরিয়া আনসার ভিডিপির কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার এক ঠিকাদারি প্রতিষ্ঠান আনসার ভিডিপির ভবন নির্মাণ করছে। আজ সকাল নয়টার দিকে নির্মিতব্য ভবনের ছাদের ওপর পানির ট্যাংকের কাজ করছিলেন ইমরান। ভবনটির ছাদের এক পাশে আছে ১১ হাজার কেভির বিদ্যুতের তার। পানির ট্যাংকের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ইমরান। এরপর তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ বলেন, ভবনটি করার সময় লাইনটি সরানোর একটি আবেদন করা হয়েছিল। লাইন সরানোর যে খরচ লাগে, তা ঠিকাদার প্রতিষ্ঠান পরিশোধ না করায় লাইনটি সরানো হয়নি।

উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মেহেনাজ জান্নাত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে করণীয় বিষয়ে তাঁরাই সিদ্ধান্ত নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, কারও গাফিলতিতে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।