ছুরিকাঘাতে আবার এনজিও কর্মী আহত

নীলফামারীর ডোমার উপজেলায় ছুরিকাঘাতে আবার এক এনজিও কর্মী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের মাদকসেবী সুকুমার ঋষি (৩০) তাঁকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে দুজন এনজিও কর্মী গুরুতর আহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটল।

ছুরিকাহত ওই এনজিও কর্মীর নাম পুলু রহমান (৩৫)। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের মাঠকর্মী। এ ঘটনায় অভিযুক্ত সুকুমার ঋষিকে বেলা দেড়টার দিকে আটক করেছে পুলিশ। সুকুমার একই গ্রামের গণেশ বাদিয়ার ছেলে।

ব্র্যাকের ইউপিজি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক নুর মোহাম্মদ জানান, চলতি বছরের ২৬ এপ্রিল ইউপিজি প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া অতিদরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ফুলতি রানীকে ব্র্যাক থেকে ১৮ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে দেওয়া হয়। এক বছরের মধ্যে ওই গরু বিক্রি না করার শর্তে গরুর রোগের সব চিকিৎসা খরচ বহন করছিল ব্র্যাক। ফুলতি রানীর স্বামী সুকুমার ঋষি গরুটি বিক্রি করে দিয়েছেন বলে খবর পাওয়া যায়। সত্যতা যাচাই করতে মাঠকর্মী পুলু রহমান ফুলতিদের বাড়িতে যান। গরু বিক্রির বিষয়ে জানতে চাইলে ফুলতির স্বামী মাদকসেবী সুকুমার ঋষি ধমক দিয়ে বলেন, ‘আমার গরু আমি বিক্রি করেছি, আপনার তাতে কী?’ পুলু রহমান প্রকল্পের বিভিন্ন নিয়মের কথা তাঁকে জানালে সুকুমার ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘর থেকে ধারালো ছুরি বের করে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পুলুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সুকুমার পালিয়ে যান। পরে এলাকাবাসী পুলু রহমানকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, সুকুমার ঋষি একজন মাদকসেবী। তিনি ব্র্যাকের এক কর্মীকে কুপিয়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। এলাকাবাসীর সহায়তায় পাশের মেলাপাঙ্গা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে।

এর আগে রোববার ডোমার উপজেলার চাকধাপাড়া গ্রামে ছুরির আঘাতে বেসরকারি সংস্থার (এনজিও) দুজন কর্মী আহত হয়েছেন। এক হাজার টাকা চেয়ে না পাওয়ায় মাদকাসক্ত এক যুবক তাঁদের ছুরিকাঘাত করেন বলে অভিযোগে বলা হয়। ছুরিকাহত দুজন হলেন বেসরকারি সংস্থা আশার সোনারায় শাখার কর্মী মো. আলিফ হোসেন (৩০) ও মো. সিরাজুল ইসলাম (৩৫)।

আরও পড়ুন

টাকা দাবি, না পেয়ে দুজনকে ছুরিকাঘাত