ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় মায়ের মৃত্যুর ঘটনার মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জামালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেবরের দায়ের কোপ থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মা সুলেখা বেগমের (৫৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি একরামুল হককে (৪০) গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

র‍্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) সদস্যরা আজ রোববার ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার খুলুরমাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

র‍্যাবের সুনামগঞ্জ কোম্পানির অধিনায়ক সিঞ্চন আহমেদ জানান, থানায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাব অভিযান চালিয়ে একরামুল হককে গ্রেপ্তার করে। তিনি খুলুরমাটি গ্রামে পূর্বপরিচিত জয়নাল আবেদীনের বাড়িতে লুকিয়ে ছিলেন। তাঁকে জামালগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হামলায় মারা যাওয়া সুলেখা বেগম জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের চানবাড়ি গ্রামের আকমল হোসেনের স্ত্রী।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে ভাই একরামুল হকের সঙ্গে আকমল হোসেনের বিরোধ চলছিল। গত সোমবার সকালে ওই জমিতে তৈরি করা খলায় ধান শুকাচ্ছিলেন আকমল হোসেন ও তাঁর স্ত্রী সুলেখা বেগম। এ সময় একরামুল হক সেখানে গিয়ে ওই জমি নিজের দাবি করে আকমলকে গালাগাল করতে থাকেন। এরপর একরামুল তাঁকে মারতে এলে সুলেখা বেগম বাধা দেন।

একপর্যায়ে সুলেখা বেগমের বড় ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী সাইদুল হক এগিয়ে গেলে একরামুল তাঁকে দা দিয়ে কোপ মারেন। এ সময় সুলেখা ছেলেকে টান দিয়ে সরিয়ে দিলে কোপটি তাঁর মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

গত শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলেখার মৃত্যু হয়। এরপর গতকাল শনিবার জামালগঞ্জ থানায় একরামুল হককে একমাত্র আসামি করে মামলা করেন আকমল হোসেন।