ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে এসে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে এক ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার গোপালপুর আজিমনগর রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হেমায়েত উদ্দিন (৬৫)। তাঁর বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায়।

লালপুর থানা সূত্রে জানা যায়, নিহত হেমায়েত উদ্দিনের বাড়ি খুলনা শহরের বাগমারা এলাকায়। তিনি খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক।

পুলিশ জানায়, হেমায়েত উদ্দিন নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউয়েট) ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন। ভর্তির কাজ শেষে ট্রেনে খুলনায় যাওয়ার জন্য পাশের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে আসেন। স্টেশনে রেললাইন পার হওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।