ছেলের চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলায় ছেলের চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক্টরের ধাক্কায় মাসুদা বেগম (৩৬) নামের এক মা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কে উপজেলার বামকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মাসুদার স্বামী-সন্তানসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলে মাহিনের (১৮) চিকিৎসা করানোর জন্য আজ দুপুরে মাসুদা বেগম স্বামীর সঙ্গে লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে অটোরিকশায় হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন। লাখাই-হবিগঞ্জ সড়ক দিয়ে যাওয়ার সময় সদর উপজেলার বামকান্দি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টর অটোরিকশাটি ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাসুদা বেগম প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর স্বামী চান মিয়া (৪৫), তাঁদের সন্তান মাহিন ও অটোরিকশার চালক (নাম–পরিচয় জানা যায়নি)। তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় একজন নারীর মৃত্যু হয়েছে। তাঁরা লাখাই উপজেলার সিংহগ্রাম থেকে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হবিগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই নারীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।