ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট মা

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন মা লতিফা বেগম (৪৫)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাহস নোয়াকাঠি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ডুমুরিয়া বাসস্ট্যান্ডের পাশের বাসিন্দা আবদুল হালিম সরদারের স্ত্রী লতিফা ও ছেলে মো. সাগর মোটরসাইকেল করে সাহস নোয়াকাঠি বাজারে গিয়েছিলেন। সাগর বিদেশে থাকেন। দেশে ফিরে বিয়ে করেছেন। সেই বিয়ের বৌভাত অনুষ্ঠানের দাওয়াত দিতে তাঁরা ওই এলাকায় যান। সেখান থেকে ফেরার সময় রাস্তার পাশে রাখা বালুর স্তূপের ওপর মোটরসাইকেলে উঠে যায়।

সাগর বিদেশে থাকেন। দেশে ফিরে বিয়ে করেছেন। সেই বিয়ের বৌভাত অনুষ্ঠানের দাওয়াত দিতে মা–ছেলে বেরিয়েছিলেন।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন লতিফা। এ সময় পাশ দিয়ে যাওয়া ইটবোঝাই ট্রলির পেছনের চাকায় তাঁর মাথা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে বলে জানান ওসি।