ছয় মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন দুই বছর

সাজাপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন
প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে জমির দলিল জালিয়াতির ঘটনায় দায়ের করা এক মামলায় ছয় মাসের সাজা পেয়েছিলেন নাছির উদ্দিন (৪৫)। সেই সাজা থেকে বাঁচতে দুই বছর পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন।

গতকাল বুধবার রাতে ফেনীর শহরের মহিপাল এলাকা থেকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাছির উপজেলার চর দরবেশ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ জানায়, নাছির উদ্দিনের কাছে তাঁর এক আত্মীয় জমির খতিয়ান ও দলিলসহ কিছু কাগজপত্র রাখেন। তিনি এর সুযোগ নিয়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে জাল দলিল করে ওই জমি নিজের নামে করিয়ে নেন। পরে সে জমি অন্যের কাছে বিক্রি করে গা ঢাকা দেন। বিষয়টি জানতে পেরে তাঁর আত্মীয় ৩০ লাখ টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগে নাছির উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৯ সালে আদালত নাছিরকে ৬ মাসের কারাদণ্ড ও ৩০ লাখ টাকার জরিমানা করেন।

সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদুল হক বলেন, নাছির প্রায়ই স্থান পরিবর্তন করতেন। এক মাস আগে নাছিরকে ধরতে তিনি ছদ্মবেশে তাঁর গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে নাছিরের মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। সেই নম্বরের সূত্র ধরে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, নাছিরকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।