ছয়জনের মৃত্যুর পর সৈয়দপুর আপাতত করোনামুক্ত

করোনাভাইরাস
প্রতীকী

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। সর্বশেষ আজ সোমবার কোভিড-১৯–এ আক্রান্ত দুই রোগীকে সুস্থ ঘোষণা করেছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল। ফলে বর্তমানে এই উপজেলায় আর কোনো করোনা রোগী নেই। কোভিডে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ছয়জন মারা যাওয়ার পর এমন পরিস্থিতি দাঁড়াল।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার বলেন, বর্তমানে সৈয়দপুরে কোনো করোনা রোগী নেই। উপজেলায় মোট ১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। ১১৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গেল এক সপ্তাহে নতুন করে আর কেউ কোভিডে আক্রান্ত হননি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফুর রহমান বলেন, ‘উত্তরের জনপদ সৈয়দপুর হচ্ছে শ্রমিকপ্রধান শহর। এখানে ২২টি আটকে পড়া পাকিস্তানি (বিহারি) ক্যাম্প আছে। আমাদের শঙ্কা ছিল ঘনবসতিপূর্ণ সৈয়দপুর করোনাকালে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কিন্তু গত সাত মাসে সেভাবে আক্রান্ত হননি মানুষ। করোনা থেকে সুস্থ হওয়ার পর সর্বশেষ আজ এই হাসপাতাল থেকে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, হাসপাতালটিতে আলাদা করে ৮৪ বেডের কোভিড-১৯ ইউনিট খোলা আছে। সৈয়দপুর করোনামুক্ত বলা ঠিক হবে না। করোনা নেই ভেবে সবাই মাস্ক পরা বাদ দিয়েছেন। মাত্র ৫ শতাংশ মানুষ মাস্ক পরেন। ফলে আবার ভয়াবহ আকারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ বলেন, জনগণের মধ্যে করোনাভীতি নেই বললেই চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী শীতে করোনার বিস্তার ভয়াবহ হতে পারে। কাজেই সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।