জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের শোচনীয় পরাজয়

আবদুল আহাদ
সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই ভোটের ব‌্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল আহাদ। তিনি পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট। ভোটের হিসাবে এখানে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ষষ্ঠ স্থানে।

এদিকে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনেও জয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমিনুল ইসলাম। তিনি টানা দুবার মেয়র নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী ‌জাকা‌রিয়া আহমদ।

ভোট গণনা শেষে শ‌নিবার রাত পৌনে নয়টার দিকে আবদুল আহাদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জ‌কিগঞ্জ উপজেলা ‌নির্বাচন কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৮ জন। ২ হাজার ৮৩ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবদুল আহাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী ফারুক আহমদ পেয়েছেন ২ হাজার ৮১ ভোট। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহ সম‌র্থিত হিফজুর রহমান। তিনি মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট। আর নৌকা প্রতীকে খলিল উদ্দীন পেয়েছেন ৬৫৯ ভোট।

আমিনুল ইসলাম
সংগৃহীত

সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থেকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা সাইদুর রহমান শ‌নিবার রাত নয়টার দিকে বেসরকা‌রিভাবে আমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, আমিনুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকা‌রিয়া আহমদ পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট। বিএনপির প্রার্থী গোলাম কিব‌রিয়া চৌধুরী পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট।

গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৯১৬ জন। এর মধ্যে ১৬ হাজার ৫৩ জন ভোট দেন। বাতিল করা হয়েছে ২৫৭টি ভোট।