জকিগঞ্জের দুই ইউপিতে আ.লীগের বিদ্রোহীরা জয়ী

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আদালতের নির্দেশে বাতিল হওয়া দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। গতকাল বুধবার উপজেলার  সুলতানপুর ও কাজলসার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে গতকাল রাতে বেসরকারিভাবে সুলতানপুর ইউপিতে রফিকুল ইসলাম ও কাজলসার ইউপিতে আশরাফুল আম্বিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ দুই প্রার্থী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ছিলেন।

জানা গেছে, সুলতানপুর ইউপিতে রফিকুল ইসলাম ৪ হাজার ৬৫৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৩৭৩ ভোট। কাজলসার ইউপিতে আশরাফুল আম্বিয়া ৩ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি নেতা চেরাগ আলী পেয়েছেন ২ হাজার ৮৭৭ ভোট। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা আওয়ামী লীগের প্রার্থী জুলকারনাইন লস্কর পেয়েছেন ২ হাজার ১৭৬ ভোট।

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপিতে অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই সময় ইউনিয়নের একটি কেন্দ্রে সিল মারা ও সিলবিহীন ব্যালটসহ দুজন রিটার্নিং কর্মকর্তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় পরে ওই ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়।

অন্যদিকে সুলতানপুর ইউপিতে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে ওই কেন্দ্রের ভোট ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়। এ ঘটনায় আদালতে পিটিশন দাখিলের পর ওই ইউপির ঘোষিত ফলাফল বাতিল করা হয়েছিল।