জগন্নাথপুর পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী মিজান, বিএনপির হারুন

জগন্নাথপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মিজানুর রশিদ ভূঁইয়া (বাঁয়ে) ও বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুনুজ্জামান হারুন (ডানে)
সংগৃহীত

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। অপর দিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুজ্জামান হারুন।

আজ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রশিদ ভূঁইয়াকে চূড়ান্ত করা হয়। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে আজ বিকেলে পৌর মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে হারুনুজ্জামান হারুনের নাম নিশ্চিত করেন।

জগন্নাথপুর পৌরবাসী ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। পৌরসভার মেয়াদ পূর্তিতে আগামী ১৬ জানুয়ারি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জগন্নাথপুর পৌরবাসী ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারি মেয়র আবদুল মনাফ মৃত্যুবরণ করলে ফেব্রুয়ারিতে জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ মার্চ ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণের পর ২১ মার্চ বৈশ্বিক মহামারি পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন ওই উপনির্বাচন স্থগিত ঘোষণা করে। পরে ১০ অক্টোবর ওই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বিজয়ী হন।

পৌরসভার মেয়াদ পূর্তিতে আগামী ১৬ জানুয়ারি পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী জোর লবিং চালিয়ে আসছিলেন। জনমনে অনেককে নিয়েই ছিল মনোনয়নের গুঞ্জন। সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে প্রধান দুটি দল থেকে আজ ঘোষণা করা হলো চূড়ান্ত মনোনয়ন।