জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত এক পরিবারের সদস্যরা হলেন ইসাহাক সরদার (৫৬), তাঁর মেয়ে শিল্পী আক্তার (২৬), ছেলে ফরহাদ সরদার (২৮) ও ছেলের স্ত্রী সাফিয়া (২২)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন বাদশা সরদার (৫৮), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪৮) ও ছেলে বিদ্যুৎ সরদার (২৬)। আহত সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল ইসাহাক সরদার ও তাঁর চাচাতো ভাই বাদশা সরদারের মধ্যে। ইসাহাকের কিছু জমি বাদশা ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়। এক মাস আগে সালিস করে ইসাহাকের জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি গেঁড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাদশা সেই খুঁটি তুলে ফেলেন। এ নিয়ে ইসাহাক ও বাদশার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইসাহাকসহ তাঁর পরিবারের চার সদস্য এবং বাদশা সরদারসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।

ইসাহাক ও বাদশার চাচাতো ভাই ছাবু সরদার বলেন, ইসাহাক ও বাদশার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য এক মাস আগে সালিস করে একটি খুঁটি পোঁতা হয়। সেই খুঁটি তুলে ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।