জরিমানার বদলে গোলাপ ফুল

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলায় উৎসাহী করতে জরিমানার বদলে দেওয়া হলো গোলাপ ফুল
ছবি: প্রথম আলো

ঠাকুরগাঁও শহরে মোটরসাইকেল আরোহীদের মধ্যে যাঁরা ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, তাঁদের জরিমানার বদলে লাল গোলাপ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সচেতন করতে ঠাকুরগাঁওয়ের ট্রাফিক পুলিশ এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তায় এই কার্যক্রম চলে।

সরেজমিন দেখা গেছে, নিজের মেয়েকে স্কুল থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন শহরের কলেজপাড়া এলাকার ব্যবসায়ী মোহাম্মদ দুলাল হোসেন। বাবা-মেয়ে কারও মাথায় ছিল না হেলমেট। তাঁদের মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার শাস্তি ও হেলমেট না থাকায় দুর্ঘটনার বিষয়টি তুলে ধরেন ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ইনচার্জ হারুন আল মাসুদ সরকার। দুলাল হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন, তখন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।

এক মোটরসাইকেলে তিনজন শহর থেকে বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। তাঁদের কারও মাথায় ছিল না হেলমেট। ওই মোটরসাইকেল থামিয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার শাস্তি ও হেলমেট ব্যবহার না করার কুফল তুলে ধরেন পুলিশ সদস্যরা। তাঁরা আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। যুবকদের হাতে গোলাপ তুলে দেন পুলিশ সদস্যরা।

পুলিশের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগে খুশি মোটরসাইকেলচালক ও এলাকাবাসী। পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা খাদেমুল ইসলাম বলেন, এলাকার অনেক গাড়িচালক ট্রাফিক আইন মানতে অভ্যস্ত নন। পুলিশ এসব চালকের প্রতি সব সময় কঠোর হয়ে মামলা, জরিমানা করেন। আজ পুলিশ তাঁদের সচেতন করতে যে উদ্যোগ নিয়েছে, এটা ব্যতিক্রমী উদ্যোগ।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ইনচার্জ হারুন আল মাসুদ সরকার বলেন, এ এলাকার মানুষ সচেতনতার অভাবে ট্রাফিক আইন মানেন না। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগের আগে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে। এই সচেতনতার কার্যক্রম চালাতে গিয়ে ট্রাফিক পুলিশ বিভাগ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।