জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়নে জেলা পর্যায়ে পরামর্শ সভা রোববার লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) প্রণয়নে জেলা পর্যায়ে পরামর্শ সভা রোববার লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর। এতে  প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মিজানুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।

সভায় বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম, সংগঠক ফেরদৌসী বেগম, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব বক্তব্য দেন।

পরামর্শ সভা শেষে দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুল হক চৌধুরী লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন।