জানাজা পড়তে গিয়ে হৃদরোগে মারা গেলেন আরেক চাচাতো ভাই

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক চাচাতো ছোট ভাই শাহজালাল মুন্সীর জানাজা পড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরেক চাচাতো ভাই মাহবুব মুন্সীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁর জানাজা সম্পন্ন হয়।
শাহজালাল মুন্সী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের টানচকপাড়ার মৃত হারুন মুন্সীর ছেলে। শাহজালাল দীর্ঘদিন কোরিয়ায় ছিলেন। দেশে এসে তিনি ঢাকার সাভারের মাছিহাতা গ্রুপের গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। পাশাপাশি গ্রামে তিনি পুকুর ও পোলট্রি ফার্মের ব্যবসা করতেন। গ্রামের চাচাতো ভাই হেলাল মিয়ার (৫০) জানাজা পড়তে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
শাহজালালের চাচাতো ভাই গ্রামের চিকিৎসক শেখ শারফিন প্রথম আলোকে বলেন, ‘শাহজালাল মুন্সী এলাকায় মাহবুব মুন্সী নামে পরিচিত। হেলাল ভাই মাহবুব ভাইয়ের চাচাতো ভাই। জানাজার নামাজ পড়তে আমার পাশেই দাঁড়িয়েছিল শাহজালাল ভাই। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক। গ্রামের সবাই এই মৃত্যুতে শোকাভিভূত। আজ দুপুরে গ্রামে জানাজার পর তাঁর লাশ দাফন করা হয়।’

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মৃত ফিরু মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। বুধবার মধ্যরাতে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর সুলতানপুর বড় মসজিদের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সেখানে তাঁর চাচাতো ভাই শাহজালাল মুন্সী যান। জানাজার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাঁকে সেখান থেকে সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ সুফিউল্লাহ তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামের শোক বিরাজ করছে।