জানালার গ্রিল ভেঙে ২৫ ফুট দেয়াল পেরিয়ে পালায় কিশোরীর দল

গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজত কেন্দ্র
প্রথম আলো

গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজত কেন্দ্র থেকে গতকাল বুধবার গভীর রাতে ১৪ কিশোরী পালিয়ে যায়। পরে রাতেই তাদের সাতজনকে আটক করা হয়। বাকি সাতজনকে আটকের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান বলেন, গতকাল রাত ১২টার দিকে হেফাজত কেন্দ্রের তৃতীয় তলা থেকে ১৪ কিশোরী পালিয়ে যায়। কিশোরীর দল প্রথমে তাদের কক্ষের জানালার গ্রিল ভাঙে। এরপর ওড়না দিয়ে বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল পেরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে হেফাজত কেন্দ্র থেকে পুলিশকে জানানো হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর রেলস্টেশন থেকে ৭ কিশোরীকে আটক করে। বাকিদের ধরতে অভিযান চলছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চারজন বাক্‌প্রতিবন্ধী।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।