জাপার কেন্দ্রে পদ পেলেন এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার

হুসেইন মকবুল শাহরিয়ার
ছবি: সংগৃহীত

রংপুর জেলা জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ হুসেইন মকবুল শাহরিয়ারকে বহিষ্কারের ছয় বছর পর আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁকে এবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ারকে ২০১৪ সালে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। দলের কতিপয় নেতার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগে ওই সময় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভাইস চেয়ারম্যান করার আগে জুলাই মাসে তাঁকে নতুন করে সদস্যপদ দেওয়া হয়।

দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে হুসেইন মকবুল শহারিয়ার প্রথম আলোকে বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করার পরও আমি দলের কাজ করে এসেছি। এত দিন পর দল মনে করেছে তাই আমাকে নতুন করে দলে ভাইস চেয়ারম্যানের পদ দিয়েছে। এতে আমি মনে করি, আমার বিজয় হয়েছে। আমি যত দিন থাকব, তত দিন দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাব। ’

একই সঙ্গে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরকেও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়ছে। এ ছাড়া রংপুরের হারাগাছের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা সেলিমকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা সাংসদ জি এম কাদের বুধবার এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির ৯ম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে হারুন অর রশিদকে (লালবাগ-ঢাকা) চেয়ারম্যানের উপদেষ্টা ও মিজানুর রহমান ভোলাকে সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দিয়েছেন।