জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি

যুবলীগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ওরফে রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সহসভাপতি এরশাদ হোসেনক জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে হঠাৎ জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে শহরে ব্যাপক আলোচনা চলছে। তাঁরা কী ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেই বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। এ প্রসঙ্গে যুবলীগের বেশ কয়েক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি। এদিকে অব্যাহতি পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদকেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া রাশেদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহিত দেওয়ায় তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি। কেন্দ্রীয় নেতারা মুঠোফোনে তাঁকে বিষয়টি নিশ্চিত করেছেন।