জামালপুরে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, ওই কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল ও বিএম শাখা) হিসাববিজ্ঞান পরীক্ষা চলছিল। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস কেন্দ্র পরিদর্শনে গিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। পাঁচজনের মধ্যে তিনজন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ও দুজন রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ইউএনও মুন মুন জাহান বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সময় পাঁচ পরীক্ষার্থীকে হতেনাতে ধরা হয়। পরে তাঁদের বহিষ্কার করা হয়েছে। তাঁরা এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সব শিক্ষককে সতর্ক করা হয়েছে।