জামালপুরে তিন বীর মুক্তিযোদ্ধার সমাধি পাকা করা হচ্ছে

জামালপুরের ইসলামপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সমাধি পাকা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর কবরস্থানে
সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলায় তিনজন শহীদ বীর মুক্তিযোদ্ধার সমাধি পাকা করা হচ্ছে। আরও দুটি সমাধি চিহ্নিত করে পাকা করার প্রক্রিয়া চলছে।

জামালপুরের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে পাঁচজন শহীদ মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করা হয়। প্রতিটি কবর পাকা করার ব্যয় ধরা হয়েছে দুই লাখ এক হাজার টাকা।

গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামপুর পৌর কবরস্থানে গিয়ে দেখা যায়, শহীদ মুক্তিযোদ্ধা মতিউর রহমানের কবরটি পাকা করা হয়েছে। তবে এখনো কিছু কাজ বাকি। কবরস্থানের পাহারাদার মো. ইসমাইল হোসেন বলেন, করোনার আগে কবরটি পাকা করার কাজ শুরু হয়। তবে এখনো টাইলস ও পলেস্তারার কিছু কাজ বাকি রয়েছে। কিন্তু এগুলো করতে এখন পর্যন্ত আর কেউ আসেননি।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ সুজাত আলী বলেন, উদ্যোগটি ভালো। তবে শুধু শহীদ মুক্তিযোদ্ধাদের কবরই নয়, মৃত্যুবরণকারী সব মুক্তিযোদ্ধার কবর একই আদলে পাকা করা হোক।

জামালপুরের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে পাঁচজন শহীদ মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করা গেছে। দ্রুত সময়ের মধ্যে কাজ করা হবে।