জামালপুরে পিসিআর ল্যাবে এক মাস ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ

করোনা শনাক্তের প্রতীকী ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা বন্ধ আছে। গত ৩০ নভেম্বর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে এক মাস পাঁচ দিন ধরে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরি সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি থেকে জামালপুরের নমুনা পরীক্ষা করা হতো। এতে সময় লাগত বেশি। এ কারণে ভোগান্তি পোহাতে হতো রোগীদের। ভোগান্তি দূর করতে গত বছরের ১২ মে জামালপুরে করোনার নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়। চালু হওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে আরও কয়েকবার নমুনা পরীক্ষা বন্ধ হয়েছিল। সর্বশেষ ৩০ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ল্যাবের নমুনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে বলেন, ল্যাবের ত্রুটি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাবটি ফের চালু করা হবে। জামালপুরে নমুনা পরীক্ষা বন্ধ থাকলেও ময়মনসিংহ থেকে প্রতিদিন নমুনা পরীক্ষা হচ্ছে।