জামালপুরের এসপির প্রত্যাহার চেয়ে চতুর্থ দিনের মতো সাংবাদিকদের অবস্থান

পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। আজ মঙ্গলবার জামালপুর জেলা প্রেসক্লাব চত্বরে
ছবি: প্রথম আলো

মাটিতে ক্যামেরা ও কলম রেখে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে আজ মঙ্গলবার জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে জামালপুর জেলা প্রেসক্লাব চত্বরে হওয়া অবস্থান কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা ও বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার নেতারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, সাবেক সভাপতি এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক ফজলে এলাহিসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা বলেন, চতুর্থ দিনের মতো জেলার সর্বস্তরের সাংবাদিকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, একজন আপত্তিকর মন্তব্যকারী পুলিশ সুপার বহাল তবিয়তে রয়েছেন। সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও সাধারণ মানুষের জন্য দিনরাত কাজ করেন। সেই সাংবাদিকেরা যখন ঝুঁকির মধ্যে, তখন প্রশাসন নীরব ভূমিকায়। চার দিনেও ওই পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়নি। পুলিশ সুপারের প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিকেরা।

আন্দোলনরত সাংবাদিকদের অভিযোগ, পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির মেলা নিয়ে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হন পুলিশ সুপার। তাঁদের উঠিয়ে নিয়ে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকিসহ নানা আপত্তিকর মন্তব্য করেন তিনি। তবে পুলিশ নাছির উদ্দিন আহমেদের দাবি, ‘বিষয়টিতে “আমি মাইন্ড করলাম” বলেছিলাম। আর কিছু বলিনি।’