‘জাড়ত কম্বল দিয়া বাপের কাম কচ্ছে প্রথম আলো’

প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল ২৫০ জন দুস্থ শীতার্তের মাঝে বিতরণ করছে পার্বতীপুর বন্ধুসভা। আজ সোমবার পার্বতীপুর সরকারি কলেজ মাঠেপ্রথম আলো

‘জারের দিনে একখান কম্বল দিয়া প্রথম আলো বাপের কাম কচ্ছে বাহে।’ দিনাজপুরের পার্বতীপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মেহেবুবা আক্তারের হাত ধরে কান্না থামাতে পারলেন অশীতিপর ছবিতন নেছা। বললেন, ‘মোর বেটা নাই, বেটি নাই। এ দুনিয়াত মোর কাহও নাই। তোমরায় মোর ছাওয়া।’ এ কথা বলেই কেঁদে ফেললেন তিনি।

পার্বতীপুর জংশন স্টেশনে ভিক্ষা করেন ছবিতন। তাঁর মতো আরেক বৃদ্ধা মফিজন নেছাও এই শীতে কম্বল উপহার পেয়ে অনেক দোয়া করলেন প্রথম আলোর জন্য, বন্ধুসভার জন্য। আজ সোমবার সকালে এই দুই বৃদ্ধার মতো পার্বতীপুর সরকারি কলেজ মাঠে সমবেত হয়েছিলেন আড়াই শ শীতার্ত মানুষ। প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল বিতরণ করা হয় এখানে। পার্বতীপুর বন্ধুসভার একঝাঁক বন্ধু কদিন ধরে স্লিপ বিতরণ করেন। ঘরে ঘরে গিয়ে দুস্থ নির্বাচন করেন তাঁরা। তাঁদের কম্বল উপহার দিতে ডাকা হয় কলেজ মাঠে।

প্রথম আলো ট্রাস্টের পাঠানো কম্বল ২৫০ জন দুস্থ শীতার্তের মাঝে বিতরণ করছে পার্বতীপুর বন্ধুসভা। আজ সোমবার পার্বতীপুর সরকারি কলেজ মাঠে
প্রথম আলো

বিতরণকাজে অংশ নেন পার্বতীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন, সহসভাপতি আদনান হক শাহ, যুগ্ম সাধারণ আশিকুজ্জামান, আসলাম হোসেন, শায়লা আক্তার প্রমুখ।

বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক শওকত আরা শুকতারা উপস্থিত ছিলেন কম্বল বিতরণ অনুষ্ঠানে। স্থানীয় সরকারি কলেজের শিক্ষক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণকাজে অংশ নেন।