‘জারের দিনত কম্বল পায়া রাইতে আরামের ঘুম হইবে’

লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে আসা শীতার্তরা। আজ শনিবার সকালে
ছবি: প্রথম আলো

১৮ বছর আগে নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে হাঁটুর নিচ থেকে বাঁ পা হারান রাবেয়া বেগম (৪৫)। এরপর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে বাবার বাড়ি চলে আসেন রাবেয়া। ক্র্যাচে ভর করে হাঁটেন। এই শীতে গরম কাপড়ের অভাবে কষ্টেই দিন কাটছিল তাঁর।

শীত নিবারণের জন্য আজ শনিবার একটি কম্বল পেয়েছেন লালমনিরহাট সদর উপজেলার ধরলা পাড়ের ইটাপোতা গ্রামের রাবেয়া বেগম (৪৫)। কম্বল পেয়ে তিনি বলেন, ‘মুই পঙ্গু মানুষ, কষ্টের জীবন, তোমরা মোক কম্বলটা দিয়া খুব উপকার করলেন। জারের দিনত পরথম আলোর কম্বল পায়া রাইতে আরামের ঘুম হইবে।’

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ শনিবার সকালে ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাবেয়ার মতো অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা, কর্ণপুর ও বুমকা গ্রামের ১৭৩ জন শীতার্ত পেয়েছেন এই কম্বল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর। মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও নারী অধিকার সংগঠক কবি ফেরদৌসী বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইটাপোতা গ্রামের প্রতিবন্ধী আবদুল কাইয়ুম (৬০) বলেন, বাল্যকালে টাইফয়েড জ্বরে ভুগে প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে যান। এরপর এসএসসি পাশ করেছেন, কিন্তু কোনো চাকরি পাননি। হুইল চেয়ারে কষ্ট করে চলেন। তিনি বলেন, ‘প্রথম আলোর এই কম্বলটা পেয়ে খুব ভালো হলো, শীতের রাতে ঘুমটা ভালো হবে। দোয়া করি আল্লাহ এমন ভালো কাজ করতে আরও শক্তি দিক।’

শীতার্ত মানুষের মধ্যে কম্বল তুলে দিচ্ছেন অতিথিরা। আজ শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর বলেন, শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে প্রথম আলো একটি সামাজিক ও নাগরিক দায়িত্ব পালন করে অনুকরণীয় ভালো কাজ করল। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব ও কর্তব্য পালন করলে সমাজটা উন্নত হবে।

নারী অধিকার সংগঠক ফেরদৌসী বেগম বলেন, ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, এটা শুধু একটা স্লোগান নয়। প্রথম আলো কাজের মাধ্যমে এটা প্রমাণ করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি শেখ রফিকুল ইসলাম, সহসভাপতি জাহেদুল ইসলাম, সহসভাপতি সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক আবু মোক্তাদের, উপসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ অন্যান্য বন্ধু।

শীতার্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারেন আপনিও। সহায়তা পাঠানো যাবে ব্যাংকের মাধ্যমে। হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল, হিসাব নম্বর: ২০৭ ২০০ ১১১৯৪ ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।